বিশেষ কারণবশতঃ আগামী সোমবার ৬ই এপ্রিল সকাল ১১টা থেকে মুগ্ধবাংলার হোস্টিং vps-এ প্রয়োজনীয় সফটওয়ার আপগ্রেড শুরু করা হবে। এই সময় সার্ভারের অপারেটিং সিস্টেমসহ একাধিক লিনাক্স ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং এ পরিবর্তন করবে শরদিন্দু। মুগ্ধবাংলার নতুন আপডেটেড সফটওয়ারের জন্য এই আপগ্রেড আবশ্যক। দীর্ঘ ৬মাস ধরে এই পরিবর্তনের পরিকল্পনা করে আসছি, তবে শরদিন্দু সময় দিতে পারছিল না বলে, কেবলমাত্র মুগ্ধবাংলার আপডেট করেই থেমে ছিলাম। যাই হোক, সম্মানিত সদস্যদের অনুরোধ, এই আপগ্রেড চলাকালীন কেউ মুগ্ধবাংলার পেজ খোলার চেষ্টা করবেন না বা লগিন থেকে বিরত থাকবেন। কারণ লগিনের জন্য প্রাপ্য ক্রেডিট হয়ত আপনার অ্যাকাউন্টে জমা হতে নাও পারে, কারণ, ডেটাবেসের ব্যাকআপ আগেই নেওয়া হবে।সার্ভারের যদি সব কিছু ঠিকঠাক চলে, তবে আমরা প্রথমে মুগ্ধবাংলার বর্তমান ভার্সন লোড করে দেখব সব কিছু ঠিক চলছে কিনা। এইসময় কোনোও পেজব্রেক, এরর কারেকশন বা অনিবার্য ত্রুটি সংশোধনীর প্রয়োজন হতে পারে, যেগুলি যতক্ষণ না ত্রুটিমুক্ত হচ্ছে, আমরা বারবার ডেটাবেস রিস্টোর করতে থাকব। ফলে আপনি সাইট একসেস করতে পারলেও হয়ত লগিন ও আনুষঙ্গিক ফেসিলিটিতে এরর পেতে পারেন। তাই আবারো বলছি, এই সময় সাইট একসেস করবেন না দয়া করে। যদি সমগ্র প্রক্রিয়া ঠিকঠাক হয়ে যায়, তো আরও একবার নতুন ঘোষণা দিয়ে আমরা ফিরে আসব আশা করছি ৯ই এপ্রিল বিকেল ৫টার পরে। সুতরাং এই ৭২-৮০ ঘন্টা আমাদের সময় দিন যাতে আমরা মুগ্ধবাংলায় আপনাকে আরও ভালো কিছু দিতে পারি। আপনার এই সহযোগীতা ও ধৈর্য্য আমাদের অনুপ্রানিত করবে। ধন্যবাদ।
আপাতত আবার অনলাইনে এসে ভালো লাগছে। আশা করি সমস্ত কাজই সঠিকভাবে হয়েছে। এখনো পর্যন্ত নতুন ভার্সনে আপলোড করিনি। সমস্ত ইউজারকে জানানো হচ্ছে তারা যেন প্রত্যেকে নিজের নিজের অ্যাকাউন্টে লগ-ইন করে দেখে নেয় সব কিছু ঠিক-ঠাক হচ্ছে কিনা। আগামী রবিবারে মুগ্ধবাংলার নতুন ভার্সন লোড করব ঠিক করেছি। এর মধ্যে সকলে নিজের নিজের অ্যাকাউন্ট চেক করে নিন। আর এই কদিন অফলাইনে থাকার জন্য প্রত্যেক সক্রিয় সদস্যকে ৫ক্রেডিট দেবো, তবে তা রবিবারের পরে। সেইসঙ্গে নববর্ষ ধামাকা তো থাকছেই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।